
এবার GI তকমা পাবে বাংলার মেচা
ইভিএম নিউজ ব্যুরো, ৯ অগাস্টঃ (Latest News) রসগোল্লা, সীতাভোগ, মিহিদানার পর এবার জিআই তকমা পেতে চলেছে বাংলার মেচা সন্দেশ।বাঁকুড়ার ঐতিহ্যবাহী এই সন্দেশ পেতে চলেছে এবার জিআই তকমা। শুধু বাঁকুড়া নয়, বাংলা জুড়েই বিখ্যাত এই সন্দেশ। কোনও দুধ ও ছানা ছাড়াই তৈরি হয় মেচা সন্দেশ। এই সন্দেশই এবার পেতে চলেছে জিআই ট্যাগ। দেখতে অনেকটা মাটির ঢেলার মত। আর উপরে কাজু কিসমিস