
মেসিদের দ্বিতীয় হারে ফের অঘটন
মেসি, নেইমার, এমব্যাপে ত্রয়ী মাঠে থাকা সত্ত্বেও পিএসজি-র হার। এর আগের ম্যাচেও তারা হেরেছিল। তবে সে ম্যাচে ছিলেন না মেসি। ফরাসি লিগ-ওয়ানে সে ম্যাচে পিএসজি ১-৩ গোলে হেরেছিল দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিরুদ্ধে। এবার রেনেসের কাছে ১-০ গোলে হেরে পিএসজি-কে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সমকক্ষ হতে হলো। খেলার ৬৫ মিনিটে রেনেসের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক হামারি ট্রাওরে। বিশ্বকাপের পর




















