
মড়ার ওপর খাঁড়ার ঘাঁ, সিবিআই’এর নজরে এবার পুরসভার চেয়ারম্যান
ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ (Latest News) “মড়ার ওপর খাঁড়ার ঘাঁ ” – অবস্থা হয়েছে শাসক তৃণমূলের।এবার পুরসভাগুলির নিয়োগ দুর্নীতিতে ডাক পড়তে চলেছে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসারদের। সিবিআইয়ের বিস্ফোরক দাবি, পুরসভায় কর্মী নিয়োগে জড়িত রয়েছেন নগর উন্নয়ন দপ্তর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং অফিসারেরা। এই সূত্রেরই দাবি, এই বৃহৎ আকার দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন পুরোএলাকাগুলির