
ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়
ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুলাইঃ (Latest News) ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পূন্ন্যার্থীদের ভিড় উপচে পড়ছে। কিন্তু তারা এবারে যেন বেশ খানিকটা মনঃক্ষুণ্ণ। তার কারণও অবশ্য আছে। প্রতিবারই মন্দিরে এসে সরাসরি বাবার মাথায় জল ঢালতে পারেন পুণ্যার্থীরা। বাবার দর্শন তারা পান সেসময়। কিন্তু এ বছর সব ওলট-পালট হয়ে গেছে। কারণ আদালতের নির্দেশে জল ঢালতে হয় একটি চ্যানেলের মধ্য দিয়ে। চ্যানেলের মাধ্যমে সেই