
৭০-এর শ্বশুর হলেন ২৮ বছরের বিধবা পুত্রবধূর স্বামী
নিজস্ব সংবাদদাতাঃ কথায় বলে, “বিয়ের কোনও বয়স হয় না।” আর যে কতখানি সত্যি, তার প্রমাণ দিলেন, উত্তরপ্রদেশের বদলগঞ্জ কোতোয়ালি এলাকার ছাপিয়া উমরাও গ্রামের বাসিন্দা কৈলাস যাদব। আর ৭০ বছর বয়সী কৈলাসের সেই দুঃসাহসিক নতুন জীবন শুরুর সিদ্ধান্তে সওয়ার হলেন তাঁরই সেজো পুত্রবধূ, ২৮ বছরের পূজা। নিজেদের সিদ্ধান্তেই আত্মীয়-স্বজন আর গ্রামবাসীদের নিয়ে সদলবলে স্থানীয় একটি মন্দিরে গিয়ে, ৪২ বছরের ব্যবধান ভুলে