
হাওড়া স্টেশনের ইন্টারলকিং সিস্টেমে ত্রুটি! বাতিল বহু ট্রেন
ব্যুরো নিউজ, ২৭ মার্চ: হাওড়া স্টেশনের ইন্টারলকিং সিস্টেমে ত্রুটির জেরে ব্যহত ট্রেন পরিষেবা। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের একটি খালি রেক হাওড়া স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম থেকে ঝিল সাইডিং এর দিকে যাওয়ার সময় ৯০ নম্বর পয়েন্টের কাছে রেকটি লাইন থেকে বেড়িয়ে অন্য লাইনে ঢুকে পড়ে। তার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্ম যাওয়ার লাইনগুলি আটকে যায়। এরফলেই ব্যহত হয় পরিষেবা। এই