
সাপে কেটে রোগীর মৃত্যু, ভাঙচুর মালদা মেডিক্যাল কলেজে
ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) সাপে কেটে রোগীর মৃত্যু। ভাঙচুর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চার ডাক্তারকে মার। তুলকালাম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবি। সিনিয়র ডাক্তাররা কখনো তাঁদের সঙ্গে থাকে না বলে অভিযোগ। এমনকি কোনো নিরাপত্তা রক্ষীরাও থাকে না। তাই বার বার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই