
প্রকাশ্যে এলো ছোট্ট মালতির ছবি
টুইনিং ড্রেসে মা -মেয়ের যুগলবন্দি ফটোশ্যুট। মা মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া ও মালতি ম্যারি চোপড়া জোনাস । প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিল প্রিয়াঙ্কা কন্যা মালতি । লাল রঙের মিডি টুইনিং ড্রেস পরে প্রশংসা কুড়িয়েছেন মা -মেয়ে। ম্যাগাজিনের কভার ফটোর জন্য তাঁদের এই ফটোশ্যুট। মা -মেয়ের ফটোশ্যুট সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল। ২০২২ সালে মা হওয়ার খবর আসার পর থেকেই প্রিয়াঙ্কা -নিক