
হাইকোর্টে হোঁচট মহুয়ার
ব্যুরো নিউজ, ৪ মার্চ: ক্যাশ ফর কোশ্চেন মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর। ব্যবসায়ী হিরানন্দানি থেকে দামিদামি উপহার ও টাকার বদলে তাদের বাতলে দেওয়া প্রশ্নই লোকসভায় তুলতেন মহুয়া। এই অভিযোগে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এরপরেই গোটা বিষয়টি বিবেচনা করে এথিক্স কমিটি স্পিকারের কাছে রিপোর্ট পেশ করে। এরপরেই ভোটাভুটির মাধ্যমে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।