
Maoist killed : মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে এনকাউন্টারে চার নকশাল নিহত, অস্ত্র উদ্ধার
ব্যুরো নিউজ ২৮শে আগস্ট ২০২৫ : বুধবার মহারাষ্ট্রের গাদচিরোলি-নারায়ণপুর সীমান্তে আট ঘণ্টা ধরে চলা এনকাউন্টারে চার নকশাল নিহত হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। গাদচিরোলির পুলিশ সুপার নীলোৎপল জানান, “গাদচিরোলি-নারায়ণপুর সীমান্তের কোপরশি বনাঞ্চলে প্রায় ৮ ঘণ্টা ধরে চলা গুলি বিনিময়ের পর ৪ জন মাওবাদীর (১ জন পুরুষ এবং ৩ জন মহিলা) দেহ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি