
ম্যাডোনাকে নকল করে ফের বিতর্কে উরফি
উফ…উরফি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে দেখে নেটিজেনরা আপাতত এটাই বলছে। কারণ, উরফি রোজ রোজ চমক দিচ্ছেন। তবে এবার তিনি ভেঙে ফেললেন নিজের আগের রেকর্ড। এবার তিনি হাজির হলেন ম্যাডোনার ৯০ এর দশকের আইকনিক লুকে। শঙ্কু আকৃতির সঙ্গে পড়লেন কালো রঙের মখমলী ধুতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সেই ভিডিও। লিখেছেন, “কন হ্যায় উও জিসনে দোবারা মুরকে মুঝে নেহি