
জঙ্গি হামলায় কোমায়, এরপর ৮ বছরের লড়াই শেষে শহিদ কর্নেল
ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: জঙ্গি হামলায় কোমায়, এরপর ৮ বছরের লড়াই শেষে শহিদ কর্নেল ৮ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার হাজি নাকা গ্রামে একটি অভিযান শুরু করে। সেই সময় কাশ্মীরে ‘জঙ্গি উপদ্রুত’। ১৭ নভেম্বর সেনা-জঙ্গির লড়াইয়ে কর্নেল সন্তোষ মহাডিক নেতৃত্ব দেন। ৪১ রাষ্ট্রীয় রাইফেলস কুপওয়ারার কালারুস এলাকায় একটি বিশাল সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। কর্নেল সন্তোষ


















