
বিশ্বের প্রথম থ্রি ডি পোস্ট অফিস তৈরি হতে চলেছে বেঙ্গালুরুতে
ইভিএম নিউজ ব্যুরো, ১২ এপ্রিলঃ বিশ্বে প্রথম আধুনিক থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হতে চলেছে বেঙ্গালুরুতে। আর যা তৈরিতে খরচ হবে প্রায় ২৩ লক্ষ টাকার কাছাকাছি। ১০০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি হবে পোস্ট অফিসটি।বেঙ্গালুরুর হালাসুরুতে তৈরি হবে থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিসটি। আর এই থ্রি ডি পোস্ট অফিস গড়ে তোলার বরাত পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। সূত্রের খবর,