
Kashmir : ৩০ বছর পর উলার লেকে ফুটল পদ্ম, কাশ্মীর উপত্যকায় ফিরল আশা ও সমৃদ্ধি
ব্যুরো নিউজ ১৫ জুলাই ২০২৫ : বছরের পর বছর ধরে সংঘাত আর অস্থিরতায় জর্জরিত ‘ভূস্বর্গ’ কাশ্মীর। তবে এই বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মাঝে, দীর্ঘ ৩০ বছর পর উলার লেকে পদ্মফুলের পুনরাগমন যেন উপত্যকায় এক নতুন আশা আর আনন্দের বার্তা নিয়ে এসেছে। একসময়ের প্রস্ফুটিত পদ্মফুলগুলি ১৯৯২ সালের বন্যার পর অদৃশ্য হয়ে গিয়েছিল। উলার লেকের হারিয়ে যাওয়া ঐতিহ্য ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ





















