
Ganeshji : গণেশের এক মহাভোজ: ধনদেবতা কুবেরের গর্ব চূর্ণ হওয়ার উপাখ্যান
ব্যুরো নিউজ ১৫ অক্টোবর ২০২৫ : ভারতীয় পৌরাণিক গাথাগুলিতে জ্ঞান, ভক্তি এবং হাস্যরসের এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়। দেবাদিদেব মহাদেবের পুত্র শ্রী গণেশ এবং দেবকোষাধ্যক্ষ কুবেরের কাহিনিটি সেই শাশ্বত সত্যকে তুলে ধরে— যেখানে বস্তুগত সম্পদের উপর অহঙ্কার সর্বদা ঐশ্বরিক খেলার কাছে নতি স্বীকার করে। এই মনোহর আখ্যান আমাদের শেখায়: প্রকৃত ঐশ্বর্য সম্পদে নয়, বিনয় ও ভক্তিতে নিহিত। কুবের: