
মাঘী চতুর্থী ২০২৬: বিঘ্নহর্তার জন্মতিথি পালনের মাহাত্ম্য ও বিশেষ নিয়ম
ব্যুরো নিউজ, ২১শে জানুয়ারী ২০২৬ : ২০২৬ সালে গণেশ জয়ন্তী পালিত হবে আগামী ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। হিন্দু শাস্ত্রানুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথি অত্যন্ত পুণ্যময়, কারণ এদিনই দেবী পার্বতীর পুত্র হিসেবে বিঘ্নহর্তা গণেশের মর্ত্যে আবির্ভাব ঘটেছিল। এই বছর সরস্বতী পুজোর ঠিক একদিন আগে এই উৎসব পড়ায় ভক্তদের কাছে এর আধ্যাত্মিক গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে। গণেশ জয়ন্তী ২০২৬: তিথি ও



























