
Ganesh Chaturthi : গণেশ চতুর্থী ২০২৫: মূর্তিতে প্রাণের সঞ্চার, মনে ভক্তির জোয়ার
ব্যুরো নিউজ ২৭শে আগস্ট ২০২৫ : আজ, ২৭শে আগস্ট ২০২৫, বুধবার, সারা ভারত জুড়ে পালিত হচ্ছে এক পবিত্র এবং আনন্দময় উৎসব – গণেশ চতুর্থী। বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামে পরিচিত এই ১০ দিনের মহোৎসবটি জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। বিশেষত মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় এই উৎসব মহা ধুমধামের সঙ্গে পালিত হয়,