
লোকসভায় বিহারে ৩০ টি আসনে বিজেপির লড়ার সম্ভাবনা | বাকি আসন NDA র জন্য
ব্যুরো নিউজ, ১০ জানুয়ারি: লোকসভায় বিহারে ৩০ টি আসনে বিজেপির লড়ার সম্ভাবনা | বাকি আসন NDA র জন্য আসন্ন সাধারণ নির্বাচনের জন্য NDA- এর আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে, বিহারে বিজেপি সম্ভবত ৩০টির মতো আসন নিজের কাছে রাখতে পারে। বিজেপি জানিয়েছে, দলটি রাজ্যের মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে কমপক্ষে ৩০টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও,