
শিয়ালদহ মেনে চালু হতে চলেছে লোকাল এসি ট্রেন – কৃষ্ণনগর ,বনগাঁ সর্বত্র রুটে।
ব্যুরো নিউজ ২৩ জুন : এবার আর গলদঘর্ম হয়ে অফিসে পৌঁছাতে হবে না! শহরতলির যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে পূর্ব রেল। খুব শীঘ্রই শিয়ালদা ডিভিশনের শিয়ালদা-মেন এবং বনগাঁ শাখায় চালু হতে চলেছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবা। দেশের অন্যান্য শহরের মতো এবার কলকাতাতেও এসি লোকাল ট্রেনের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। ইতিমধ্যেই পূর্ব রেলের রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেনের রেক আনা হয়েছে।