
পানশালা বন্ধ করে গোশালা হলেই বন্ধ হবে নারীনিগ্রহঃ উমা
ইভিএম নিউজ, ভোপালঃ সম্মান আর প্রাণ বাঁচাতে মহিলাদের উত্তেজক পোশাক পরা উচিত নয়। চলাফেরাতেও সনাতনী ভারতীয় নারীর ঐতিহ্যবাহী আদবকায়দা অনুসরণ করা প্রয়োজন। পুরুষশাসিত সমাজব্যবস্থার ধ্বজা উড়িয়ে এর আগে সংঘ পরিবারের বহু নেতাকেই এমন পরামর্শ দিতে শোনা দিয়েছে। তবে তিনি, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শঙ্খ পরিবারের অগ্নিকন্যা বলে খ্যাত উমা ভারতী, চিরকালই সেই একমাত্রিক আদর্শের প্রতিবাদী। তিনি মনে করেন ভারতীয় নারীর