
চীনা স্পাই বেলুন এবার লাতিন আমেরিকায়!
ইভিএম নিউজ ব্যুরোঃ এইবার লাতিন আমেরিকার আকাশে দেখা মিলল চিনা স্পাই বেলুনের। মার্কিন গোয়েন্দা দফতর সুত্রের খবর, এইবার লাতিন আমেরিকার আকাশের কোনও এক অংশে দেখা গেছে এই বেলুনটিকে। তবে লাতিন আমেরিকার কোন অংশে এই বেলুনটির খোঁজ পাওয়া গেছে সেটি এখনও খোলসা করেনি পেন্টাগন। ইতিমধ্যেই চীনা গোয়েন্দা এই বেলুনটিকে আমেরিকার মন্টানায় শেষ উড়তে দেখা গিয়েছিল। যা নিয়ে রীতিমতো উদ্বেগ বেড়েছে