
মহেশতলা পরিস্থিতি : পুলিশের নিষ্ক্রিয়তা, বিরোধীদের বাধা, চাপা উত্তেজনার মধ্যেই জারি ১৪৪ ধারা
ব্যুরো নিউজ ১২ জুন : বুধবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকায় এক গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের বাইকে আগুন, গাড়ির কাচ ভাঙচুর, পুলিশের উপর অবিরাম ইটবৃষ্টি—সব মিলে কয়েক ঘণ্টার জন্য দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল এলাকা। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকেও রবীন্দ্রনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং চাপা আতঙ্ক
 
				







 
								 
								 
								









 
								
 
								 
								







