
গ্রহ রত্ন কেলেঙ্কারিতে ভূমিকম্প
ED-এর অভিযানে মিলল বিপুল তথ্যপ্রমাণ দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে গ্রহ রত্ন পাচারের বিশাল কেলেঙ্কারি। তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই হাতে পেয়েছে হাজার কোটি টাকার তছরুপের পোক্ত প্রমাণ। সূত্রের খবর, দেশীয় ও বিদেশি মুদ্রা লেনদেনের আড়ালে এই চক্রটি বছরের পর বছর ধরে বিরল রত্ন পাচার চালিয়ে আসছিল। কলকাতা, জয়পুর, মুম্বই এবং দিল্লি— চার রাজ্যে একযোগে তল্লাশি চালিয়ে ED উদ্ধার করেছে





























