
Ladakh : লেহ্ হিংসার জের: কার্ফু-র মধ্যে নিহতদের শেষকৃত্য সম্পন্ন, হিংসাত্মক আন্দোলন দমনে LG-এর কঠোর বার্তা
ব্যুরো নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ : লেহ্-তে ২৪শে সেপ্টেম্বর পুলিশি গুলিতে নিহত চারজনের মধ্যে দুইজনের শেষকৃত্য রবিবার শোকাবহ পরিবেশে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হল। নিহতদের শেষকৃত্যে কেবল নিকটাত্মীয়দের অংশগ্রহণ সীমাবদ্ধ ছিল এবং শহর জুড়ে টানা পঞ্চম দিনের জন্য কার্ফু জারি ছিল। অতিরিক্ত জণসমাগম ঠেকাতে লাদাখ পুলিশ, আইটিবিপি এবং সিআরপিএফ-এর ব্যাপক উপস্থিতি ছিল গোটা শহর জুড়ে এবং শেষকৃত্যের পথে।
 
				


 
								 
								 
								









 
								
 
								 
								







