
অস্তিত্ব বাঁচাবার তাগিতে পঞ্চায়েত ভোটে এবার কুরমিরা
ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুনঃ(Latest News) পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরই নতুন সমীকরণ দেখল জঙ্গলমহল। আর এবারে সেই নতুন সমীকরণ নিয়ে হাজির হল কুরমি সমাজ। আর এই নতুন সমীকরণের জেরে ভোটের অঙ্কে বেশ কিছুটা হেরফের হবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞমহল। কুরমি সমাজের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত