
কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে KTM 390 অ্যাডভেঞ্চারের দুটি ভেরিয়েন্ট! কোনটির কত দাম?
পুস্পিতা বড়াল, ২ এপ্রিল: আবার একবার টেস্ট রাইডিং সম্পন্ন হল KTM 390 অ্যাডভেঞ্চার মডেলের। এই মডেলের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টের টেস্ট করা হয়েছে। একটি স্ট্যান্ডার্ড অ্যাডভেঞ্চার ভেরিয়েন্ট এবং অন্যটি এন্ডুরো ভেরিয়েন্ট। তবে এই টেস্টিংয়ের পর এই বাইকটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কিত বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। KTM 390 অ্যাডভেঞ্চার এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট এবং এন্ডুরো ভেরিয়েন্টের ডিজাইন লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এল


















