
Kolkata : ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু: কলকাতার উত্তর-দক্ষিণে বাড়ছে উদ্বেগ, পুরসভার দিকে আঙুল তুলল বিরোধীরা
ব্যুরো নিউজ ০৪ নভেম্বর ২০২৫ : কলকাতার বড়তলা এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৪ বছরের এক শিশুকন্যার। পুরসভা সূত্রে খবর, শিশুটির রক্ত পরীক্ষায় এনএস-১ (NS-1) পজিটিভ এসেছিল, যা নিশ্চিত করছে যে ডেঙ্গুতেই তার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যাটির নাম অদ্রীশা পোদ্দার, সে কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই এলাকাটি ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ সদস্য (স্বাস্থ্য) অতীন ঘোষের নিজের




















