
Nabanna Avijaan : কেমন হল শনিবারে ডাকা অভয়ার পরিবারের নবান্ন অভিযান ? উঠে এল প্রশাসনিক দলদাসদের নির্যাতনের চিত্র !
ব্যুরো নিউজ ১১ আগস্ট ২০২৫ : আরজি করের নির্যাতিতার অভিভাবকদের ডাকে ও কালীগঞ্জের মৃত নাবালিকা তামান্নার পরিবারের সমর্থনে নবান্ন অভিযানের জেরে শনিবার উত্তাল হয়ে ওঠে কলকাতা ও হাওড়ার রাজপথ। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়া, মারধর করা এবং শাঁখা-পলা ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন আরজি করের নির্যাতিতার মা। এই অভিযানে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন এবং শত