
Baranagar murder : বারানগরে খুন: সিসিটিভি বন্ধ করে, পাঁচ দুষ্কৃতী ১৫ মিনিটে লুঠ ও হত্যা করে উধাও; এখনও অধরা খুনিরা।
ব্যুরো নিউজ ০৭ অক্টোবর ২০২৫ : উত্তর ২৪ পরগনার বারানগরের শম্ভু দাস লেনের একটি গয়নার দোকানে নৃশংস খুনের ঘটনা ঘটেছে। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম শঙ্কর জানা (৬০), যিনি ‘সরস্বতী চেইন অ্যান্ড অর্নামেন্ট’-এর মালিক। শনিবার বিকেলে তাঁর নিজের দোকানেই তাঁকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টা থেকে ৩:৩০ মিনিটের