
Kojagori Lakshmi Puja : আজ কোজাগরী পূর্ণিমা: লক্ষ্মী দেবী রাতে ঠিক কোথায় বিচরণ করেন? পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণ যা বলছে
ব্যুরো নিউজ ০৬ অক্টোবর ২০২৫ : আজ, সোমবার, ৬ই অক্টোবর ২০২৫, মহাপুণ্যের কোজাগরী লক্ষ্মী পূজা। এই রাতটি শরৎকালের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং একে শারদ পূর্ণিমা বা কোজাগরী ব্রত নামেও অভিহিত করা হয়। বিশ্বাস করা হয়, এই উজ্জ্বল পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যলোকে নেমে এসে প্রশ্ন করেন, “কো জাগর্তি?” বা “কে জেগে আছে?”—যাঁরা ভক্তি ও সচেতনতার সঙ্গে জেগে থাকেন, তাঁরাই