
বেআইনি নির্মাণ রুখতে লালবাজারের সঙ্গে বৈঠকে মেয়র | কী সিদ্ধান্ত?
ব্যুরো নিউজ, ২৩ মার্চ: বেআইনি নির্মাণের জেরে কলকাতার বুকে প্রান হারিয়েছে ১১ জন। মধ্যরাতে গার্ডেনরিচে বহুতল ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে তা এখনও কলকাতাবাসীর কাছে জ্যান্ত। আর এই ঘটনার পরেই রাজ্য প্রশাসন, পুরসভার দিকে আঙ্গুল উঠতে থাকে। এই প্রশ্নই ওঠে প্রসাসনের নাকের ডগা দিয়ে কীভাবে এই বেআইনি নির্মাণ হল। সেক্ষেত্রে পুরসভাই বা কি করছিল? আর এই প্রশ্নে সরব হয় বিরোধী রাজনৈতিক