
নতুন দায়িত্ত্বে প্রাক্তন কেএলও সদস্যরা
সামু দাস, আলিপুরদুয়ারঃ একসময় KLO-র সঙ্গে যুক্ত থাকলেও তারা এখন পুলিশ কর্মী। ২০০৮ সালের অপারেশন ফ্ল্যাশ আউটের পর মূল স্রোতে ফিরতে আত্মসমর্পণ করেছিলেন KLO-র একাংশ সদস্যরা। এরপরে বেশকিছু KLO-র সদস্যদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে হোমগার্ডের দায়িত্ব দেয়া হয়। তখন থেকেই তারা রাজ্য তথা দেশের স্বার্থে একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এর আগে প্রজাতন্ত্র দিবসে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মার্চ পাস্ট গুটিকয়েক KLO-র