
ঋতুকালীন ছুটি বিশ্ববিদ্যালয়ের
পিরিয়ড যন্ত্রণা সমস্ত নারী জাতির কাছেই ভীষণ বেদনাদায়ক। তবে ঋতুকালীন ছুটি খুব বেশি কর্ম ক্ষেত্রে দেওয়া হয়না। আর কোনও শিক্ষাক্ষেত্রেও নেই। তাই মাসের কয়েকটা দিন প্রত্যেক ঋতুমতী মহিলার কাছে দুর্বিষহ হয়ে ওঠে। অনেক মহিলাই এই সময় অসহ্য যন্ত্রণা অনুভবও করেন। আবার অনেকের ক্ষেত্রে এতটাই বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়, যে সেইসময় সব কাজকর্ম প্রায় লাটে ওঠে। ফলে ওই মহিলাদের পক্ষে কাজকর্ম