
কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা, প:বঙ্গে কংগ্রেসের বিজয় মিছিল
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মেঃ কর্নাটকে জয়জয়কার কংগ্রেসের। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তারা। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ টি আসন। কংগ্রেস এগিয়ে ১৩৫ টি আসনে। ধরেই নেওয়া হচ্ছে 130 বা তারও বেশি আসন আসতে চলেছে কংগ্রেসের ঝুলিতে। এদিন দুপুরেই মোটামুটি পরিষ্কার হয়ে যায় কর্নাটকের ভোটচিত্র। বিভিন্ন জায়গায় কংগ্রেস সমর্থকরা বিজয় মিছিল বের করেন। শিলিগুড়িত কংগ্রেস কর্মী