
কাটারির কোপ মেরে খুন করে থানায় গিয়ে আত্মসমপর্ণ করলো এক গৃহবধূ। ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বহলিয়া এলাকার।
ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ স্থানীয় সূত্রে জানা যায় , নিহতের নাম নিমাই জানা (৪৮)। আর খুনে অভিযুক্ত বধূর নাম কবিতা মিদ্যা। বহলিয়া গ্রামে মামারবাড়িতে ছোট বেলা থেকে থাকেন কবিতার স্বামী সুব্রত মিদ্যা। তিনি মামার বাড়িতে থাকায় স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করেন। এমনকি বিয়ে করে সংসার ও পেতেছেন তার মামার বাড়িতে। বর্তমানে তাঁদের দুই নাবালক ছেলে-মেয়েও রয়েছে। মামারবাড়িতে পরিবারকে নিয়ে