
কামদুনি রায়ের প্রতিবাদে ভবানী ভবনে বিক্ষোভ
ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর: কামদুনি রায়ের প্রতিবাদে ভবানী ভবনে বিক্ষোভ কংগ্রেসের কামদুনি রায়ের প্রতিবাদে দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস। এদিন ১২:৩০-এ আলিপুর চিড়িয়াখানা মোড়ে জমায়েত হয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিআইডি’র হেড কোয়ার্টার ভবানী ভবনে বিক্ষোভ। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি’র নিকট ডেপুটেশান কর্মসূচী নেওয়া হয়। এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের মূল দাবী, কামদুনী গনধর্ষন ও পৈশাচিক নারকীয় হত্যাকান্ডে অভিযুক্ত আসামীদের সাজা