
ব্যান্ডেল স্টেশন হবে জুবিলি সেতুর আদলে
ইভিএম নিউজ ব্যুরো, ১৫ ফ্রেব্রুয়ারিঃ দক্ষিণেশ্বরের ভবতারিণীমন্দিরের আদলে সেখানকার রেলস্টেশন নির্মাণ হয়েছে আগেই। স্টেশন থেকে মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে, স্কাইওয়াকের আদলে একটি রাস্তা। যদিও কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই রেলপ্রকল্পকে কার্যত হাইজ্যাক করে, নিজেদের কৃতিত্ব হিসেবে প্রচার করেছে রাজ্যের সরকার। তবে এবার পুরোপুরি নিজেদের দায়িত্ব গঙ্গাপাড়ের আরও একটি রেলস্টেশনের খোলনলচে বদলে, নজরকাড়া আদল দিতে চলেছে পূর্বরেল। এবার নৈহাটি থেকে