
বড় ম্যাচের জয় ভুলে ওড়িষা ম্যাচের প্রস্তুতিতে মোহনবাগান
অরূপ পাল, ১ লা মার্চঃ গত মরসুমে আই এস এল টুর্নামেন্টে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করে ছিলেন এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো। বাইশ ম্যাচে আট টি গোল করেছিলেন তিনি। অথচ এবার একেবারে ছন্দে ছন্দে নেই তিনি। কুড়ি ম্যাচে তাঁর গোল সংখ্যা মাত্র একটি। আর এ জন্যই আপাতত লিস্টন কোলাসোর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। বড় ম্যাচ ভুলে আপাতত মোহন কোচ জুয়ান