
আতঙ্ক বাড়াচ্ছে বরফশীতল ঠাণ্ডা
প্রকৃতির রোষানলে জোশীমঠ প্রায় ছারখার। বাসিন্দাদের অধিকাংশই ভিটেমাটি ছাড়া। অস্থায়ী জায়গায় চলছে তাঁদের দিন গুজরান। এবার বাড়তি আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বরফশীতল ঠাণ্ডা জোশীমঠবাসীর ওই ভিটেমাটীহীন মানুষদের আরও এক প্রস্থ কোণঠাসা করেছে। সরকারি তরফে তাই ওই আর্ত মানুষদের শীত বস্ত্র বিলির ব্যবস্থা করা হয়েছে। উত্তরাখন্ড সরকারের তরফ থেকে শুধুই শীত বস্ত্র বিলি নয়, তার সাথে হিটার ও গরম জলের বোতলও