
জোশীমঠে ভাঙা হচ্ছে দুটি হোটেল
চওড়া হচ্ছে ফাটল , বাড়ছে আরও আতঙ্ক। বিপদ বাড়ছে জোশীমঠে। ইতিমধ্যেই রোপওয়ে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । তুষারপাতের আশঙ্কা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে। ‘মাউন্ট ভিউ ‘ ও ‘মালারি ইন’ এই দুটো হোটেল ইতি মধ্যেই ভাঙার নির্দেশ দিয়েছে চামোলি জেলা প্রশাসন। এরপরেই হোটেল মালিক ও স্থানীয়রা রাস্তায় ধরনায় বসে পড়েন । কিন্তু ধরনাকে উপেক্ষা করে প্রশাসন বিপর্যস্ত দুটি হোটেলকে ভাঙার