
এক ধর্ষণে যাবজ্জীবন, আরেক ধর্ষণেও ফের যাবজ্জীবন সাজা জেলবন্দি আশারামের
ইভিএম নিউজ ব্যুরোঃ এ যেন বোঝার ওপর শাকের আঁটি। গত দশবছর ধরেই গুজরাতের স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ২০১৩ সালে নিজেরই আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যোধপুর জেলে বন্দি রয়েছেন বিতর্কিত এই ধর্মগুরু। এবার সেই একই বছরে গুজরাতের মোতেরায় নিজের অন্য এক আশ্রমে আরও এক মহিলাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত