
ক্রমেই সমুদ্রে ডুবছে জাকার্তা, রাজধানী সরানোর উদ্যোগ ইন্দোনেশিয়া সরকারের
ইভিএম নিউজ, ১০ মার্চঃ ‘সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়…’। আর ঠিক তেমনই সময়ের সাথে সাথে সমুদ্রের তলায় তলিয়ে যেতে চলেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জলস্তর নেমে যাওয়ার কারণেই ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে এই শহর। তাই বিকল্প পথের উদ্দেশ্যে এই রাজধানিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইন্দো সরকার। ইন্দোনেশিয়ার এই জাকার্তা শহর বিশ্বের জনবহুল দেশগুলির মধ্যে অন্যতম।মূলত এটি ভুমিকম্পপ্রবন একটি