
সেলফি তুলতে গিয়েই বিপত্তি! রেগেমেগে আগুন হয়ে জ্যাকি শ্রফ অনুরাগীর মাথায় মারলেন চাটি!
ব্যুরো নিউজ, ৭ এপ্রিল : জ্যাকি শ্রফ অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন নব্বইয়ের দশকের। ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’‘হিরো’,‘দুশমনি’, ‘আল্লা রাখা’, বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়েছিলেন। বলিপাড়ার ‘জগ্গু দাদা’ অবশ্য কাজ কমিয়ে দিয়েছেন ইদানীং। জ্যাকি এই নামেই বেশি পরিচিত সবার কাছে। তাঁর ছেলে টাইগার শ্রফ এই মুহূর্তে অন্যতম সফল নায়ক বলিউডের। তাঁর মেয়েরও পরিচিতি রয়েছে নেটপ্রভাবী