
শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা
ব্যুরো নিউজ, ১০ মে : নির্বাচনের মাঝে ফের আয়কর হানা। এবার হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এদিন একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলানো হয় বলে খবর। শুক্রবার সকালে হঠাৎই কমল দাস, বৈদ্যনাথ সাহা (বৈদ্য), সতরঞ্জন শীল (সোনা), দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক (টিঙ্কু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চলে। আয়কর