
মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ ঘটাল ESA: সফল হল ISRO-র সহযোগিতায় !
ব্যুরো নিউজ ২১ জুন : মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) তাদের প্রোবা-৩ (Proba-3) মিশন চালু করেছে, যার মূল উদ্দেশ্য হল মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ তৈরি করে সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডলকে বিশদভাবে অধ্যয়ন করা। এই উচ্চাকাঙ্ক্ষী মিশনের দুটি স্যাটেলাইটই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর রকেট দ্বারা সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সম্প্রতি, গত ১৬ জুন, ESA কৃত্রিম