
ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ ইরাকে! রাতেই এয়ারস্ট্রাইক
লাবনী চৌধুরী : ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে উদ্বিগ্ন বিশ্ব। প্যালেস্তেনিয়দের ওপর অতাচার। এমনকি প্যালেস্তাইনে থাকা ইরানের দূতাবাসে মিসাইল হানা চালায় ইজরায়েল। আর তাতেই বেশ কয়েকজন ইরানের দূতাবাসের কর্মীরা মারা যায়। তার মধ্যেই ছিলেন ইরানের এক উচ্চ পদস্থকর্মচারী। আর ইরানের দূতাবাসে ইজরায়েলের এই হামলা চালানোর ঘটনাকে কোনও ভাবেই মানতে নারাজ ইরান। ইরানের দূতাবাসে হামলা চালানো কার্যত ইরানে হামলা চালানোর সমান বলেই মনে