
পাঞ্জাব বধ মোহনবাগানের
অর্পণ সেনগুপ্ত, ৮ অগাস্টঃ (Latest News) সোমবার যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারলো মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথম গোলটি আত্মঘাতী হলেও দ্বিতীয় গোলটি আসে হুগো বুমোসের পা থেকে । গত ম্যাচের দল থেকে মোট ৮ খেলোয়াড়কে বদলেছিলেন কোচ জুয়ান। ডিফেন্সে জুটি বেঁধেছিলেন আনোয়ার এবং হামিল। মোহনবাগান শুরু থেকে আক্রমণ করলেও পাঞ্জাব যে যোগ্য দল