
রবার্ট জুনিয়রের নয়া ‘লুকে’ বিভ্রান্তি
ভোল বদলে গেলো আয়রনম্যানের! মুখে বয়সের অজস্র বলিরেখা দেখা যাচ্ছে। কপাল পেরিয়ে চওড়া হয়ে গিয়েছে টাক, এলোমেলো চুলে ভক্তদের সামনে ধরা দিলেন আয়রনম্যান তথা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। তাঁকে দেখে আপনার মনে একটাই প্রশ্ন আসতে পারে, বয়স কি তাঁর এক দশক বেড়ে গেলো? আয়রন ম্যান মানেই হলিউড প্রেমীদের কাছে ড্যাশিং-পুশিং একজন চরিত্র। বিভিন্ন বাহারি পোশাকে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি।