
ইরানের এয়ারস্ট্রাইকের পাল্টা জবাব ইজরায়েলের
লাবনী চৌধুরী, ১৯ এপ্রিল: ইরানের এয়ারস্ট্রাইকের পাল্টা জবাব ইজরায়েলের। ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে উদ্বিগ্ন বিশ্ব। এর আগেই মনে কড়া হচ্ছিল যে, যে কোনও সময় ইরান হামলা চালাতে পারে ইজরায়েলে। কারন প্যালেস্তেনিয়দের ওপর অতাচার। এমনকি দিন কয়েক আগেই ইজরায়েল প্যালেস্তাইনে থাকা ইরানের দূতাবাসে মিসাইল হানা চালায়। আর তাতেই বেশ কয়েকজন ইরানের দূতাবাসের কর্মীরা মারা যায়। তার মধ্যেই ছিলেন ইরানের এক উচ্চ পদস্থকর্মচারী।