
Iskcon : গোবিন্দের রেস্তোরাঁয় চিকেন খাওয়ার ‘প্র্যাঙ্ক’ ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে ইউটিউবার লন্ডনে !
ব্যুরো নিউজ ২৪ জুলাই ২০২৫ : লন্ডনের ইসকন পরিচালিত নিরামিষ রেস্তোরাঁ ‘গোবিন্দস’-এ কেএফসি চিকেন খেয়ে কর্মীদের উপহাস করার ভিডিও পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ কন্টেন্ট ক্রিয়েটর সেনজো। প্রায় ৬,০০০ গ্রাহক থাকা এই ইউটিউবার একটি ভিডিও বিবৃতিতে স্বীকার করেছেন যে, এই ‘প্র্যাঙ্ক’টি এলাকার নিরামিষ রেস্তোরাঁগুলিকে লক্ষ্য করে করা একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ ছিল। ঘটনার পর তীব্র জনরোষের মুখে সেনজো


















