
Indigo Flight Emergency : ‘প্যান প্যান’ করে মুম্বাইয়ে জরুরি অবতরণ , মাঝ আকাশে ইঞ্জিন বিকল ইন্ডিগো বিমানের !
ব্যুরো নিউজ ১৭ জুলাই ২০২৫ : দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো-র একটি ফ্লাইট মাঝ আকাশে ইঞ্জিন বিকল হওয়ার পর বুধবার মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। ৬ই ৬২৭৬ নম্বরের এই বিমানটিতে ১৯১ জন যাত্রী ছিলেন। পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মাঝ আকাশে ইঞ্জিনের গোলযোগ: ‘প্যান প্যান’ কল জানা গেছে, ১৬ই জুলাই ২০২৫ তারিখে দিল্লি থেকে মনোহর আন্তর্জাতিক