
অনূর্ধ্ব ভারতীয় দলের চালক হয়ে উঠেছেন একদা মুখচোরা সোনালী
ইভিএম নিউজ ব্যুরোঃ বাবা দিনমজুর। মা টুকিটাকি টিউশনি করেন। ফলে মনেপ্রাণে যথেষ্ট প্রগতিশীল। কিন্তু তারপরও সেই দরিদ্র পরিবারের মেয়েটির ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দিনের পর দিন ধাক্কা খেয়ে এসেছে। কারণ পিছিয়ে পড়া সমাজে প্রতিবেশীদের টিকাটিপ্পনি। ‘গরিবের মেয়ে হয়ে আবার ফুটবল খেলার সাধ কেন?’ এমনটাই বলতেন প্রতিবেশীরা। অবশ্য সেই বাঁকা নজরকে পাত্তা না দিয়েই, গরিবের মেয়ে সোনালী সরেন হয়ে উঠেছেন, অনূর্ধ্ব