
হৃদয়ের সমস্যার সমাধানের দাবি আইআইটি গুয়াহাটির বিজ্ঞানীদের
ইভিএম নিউজ, ২৮ ফেব্রুয়ারিঃ ধুক-পুক, ধুক-পুক, অথবা লাব-ডাব, লাব-ডাব। হৃদয়ের হাসি-কান্না। সেই হৃদয় অর্থাৎ হৃদপিণ্ড যখন বেগড়বাই করে, অর্থাৎ অনিয়মিত হয় স্পন্দন, অথবা একটু মজা করে বললে, ‘এই ফেল করলাম’ নলে ভয় দেখাতে থাকে, তখন আমরা নিতান্তই অসহায়। পেস মেকার বা অনেক ক্ষেত্রে সদ্য মৃত ব্যক্তির দান করা হৃদপিণ্ড প্রতিস্থাপন করে সমস্যার সমাধান যে সবসময় সফল হয় তাও কিন্ত্য নয়।